ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

সিলেটে ২ শতক জমির দখল নিতে ভাইকে খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
সিলেটে ২ শতক জমির দখল নিতে ভাইকে খুন

সিলেট: জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাটে বড় ভাইয়ের হাতে ইব্রাহিম আলী (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। পৈত্রিক জমির মাত্র দুই শতক নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (১৫ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার নিয়াগুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম আলী (৪৫) ওই গ্রামের হোসেন আহমদের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুহুল আমিন পলাতক।

গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মন্তাজ আলী জানান, উপজেলার সালুটিকর সড়ক সংলগ্ন নিয়াগুল গ্রামের হোসেন মিয়ার কিছু জমি রয়েছে। এরমধ্যে দুই শতক জমি নিয়ে ইব্রাহীম ও রুহুল আমিনের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে শনিবার বিকেল সাড়ে ৪টায় দুই ভাই তর্কে জড়ায়। তখন রুহুল আমিনের হাতে থাকা একটি রডের টুকরো ইব্রাহীমের গলায় বিঁধিয়ে দেন। এতে ইব্রাহীমের প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিয়াগুল গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতকে ধরতে অভিযান শুরু করেছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এনইউ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ