ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঢামেকে কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
ঢামেকে কয়েদির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মিয়া (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।  

শনিবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভা. প্রা) সুভাষ কুমার ঘোষ জানান, তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আদালতপাড়ায়। তার বাবার নাম আবেদ আলী। কয়েদি নম্বর ১৪০১/এ।

তিনি আরও জানান, চিকিৎসার জন্য জানুয়ারি মাসে তাকে টাঙ্গাইল কারাগার থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কয়েক দফায় চিকিৎসা নিয়ে আবার ফেরত যান। তবে সবশেষ ১৩ জুন তাকে আবার হাসপাতালটির মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জুন ১৫, ২০২৪ 
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ