ঢাকা, শনিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২২ জুন ২০২৪, ১৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

মণিপুরিবিষয়ক গবেষক ড. রণজিত সিংহ মারা গেছেন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
মণিপুরিবিষয়ক গবেষক ড. রণজিত সিংহ মারা গেছেন

মৌলভীবাজার: আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত মৌলভীবাজারের মণিপুরিবিষয়ক গবেষক ড. রণজিত সিংহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শনিবার (১৫ জুন) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজার শহরের নিজ বাসভবনে মারা যান তিনি।

ড. রণজিত সিংহ তাজপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

ড. রণজিত সিংহ ‘স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের মণিপুরি সমাজ’সহ বাংলা ও বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় অনেক বই লিখেছেন। সাহিত্য চর্চা ও গবেষণার জন্য বাংলাদেশ ও ভারতে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা।

বিকেলে আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজ বাসভবনে প্রয়াত ড. রণজিত সিংহের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ