ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শেষ বিকেলে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে সায়েদাবাদে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
শেষ বিকেলে যাত্রীর চাপ কিছুটা বেড়েছে সায়েদাবাদে

ঢাকা: ঈদের আগের দিন শেষ মুহূর্তে ঘরে ফিরছে মানুষ। সকাল থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীর চাপ কম থাকলেও শেষ বিকেলে কিছুটা বেড়েছে।

রোববার (জুন ১৬) দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে খুব কম সংখ্যক যাত্রী দেখা যায়। তবে শেষ বিকেলের দিকে যাত্রীর চাপ কিছুটা বাড়ে।

আব্দুল ওয়াহাব নামে এক যাত্রী বাংলানিউজকে জানান, তিনি লক্ষ্মীপুর যাবেন। তার বাস পেতে কোনো অসুবিধা হয়নি। বরং যাত্রী কম থাকায় বাসগুলো যাত্রীর জন্য অপেক্ষা করছে এবং সময়মতো টার্মনাল ছেড়ে যাচ্ছে না।

ঢাকা-লক্ষ্মীপুর রুটের বাস হিমাচল পরিবহন কাউন্টারের স্টাফ নয়ন জানান, সকাল থেকেই যাত্রীর চাপ কম। বিকেলে কিছুটা বেড়েছে। তিনি বলেন, গত দুই দিন যথেষ্ট ভিড় ছিল, গত দুই দিনে প্রচুর যাত্রী ঢাকা থেকে বাড়ি গেছেন।  

তবে এ বছর গরমের কারণে অন্যান্য বারের তুলনায় যাত্রী কিছুটা কম বলে মনে করেন নয়ন।

বরিশালগামী হানিফ বাস কাউন্টারের স্টাফ আসলাম বলেন, যাত্রীদের বেশির ভাগ গত দুই দিনে বাড়ি চলে গেছে। আজ মোটামুটি ফাঁকা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।