ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে গলায় মাংসের হাড় আটকে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
কিশোরগঞ্জে গলায় মাংসের হাড় আটকে যুবকের মৃত্যু

নীলফামারী: জেলার কিশোরগঞ্জে ভাত খাওয়ার সময় গলায় মাংসের হাড় আটকে নাহিদ হাসান নামে এক যুবক মারা গেছেন।  

সোমবার (২৪ জুন) রাত ১১টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নাহিদ ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা এরমান হোসেনের ছেলে।

বাহাগিলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়িতে পরিবারের সঙ্গে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলেন নাহিদ। এসময় অসাবধানতাবশত নাহিদের গলায় এক টুকরা হাড় আটকে যায়। অনেক চেষ্টার পর গলায় বিঁধে যাওয়া হাড় বের করতে না পেরে প্রথমে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ মণ্ডল জানান, ভাত খাওয়ার সময় গলায় মাংসের হাড় আটকে নাহিদ হাসান নামে এক যুবক মারা গেছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।