ঢাকা, রবিবার, ১৭ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

খিলগাঁওয়ে বাথরুমে মিলল শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
খিলগাঁওয়ে বাথরুমে মিলল শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকার থেকে একটি ফ্ল্যাট থেকে আরিফা (১২) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭জুন) বেলা ১১টার দিকে উত্তর গোড়ানের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম জাকির হোসেন জানান, সকালে উত্তর গোড়ানের সাততলা ভবনের একটি ফ্ল্যাটের বাথরুম থেকে ওই গৃহকর্মীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে বাথরুমের ভেতরে এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ওই গৃহকর্মী আরিফা গত ২৪ জুন ওই বাসায় কাজে যোগদান করেন। আজকে সকালে বাথরুমে ঢুকে। অনেক সময় বাথরুম থেকে বের না হলে বাসার লোকজন ডাকাডাকি করে। এক পর্যায়ে পুলিশে খবর দেওয়া হলে বাথরুমের দরজা ভেঙে ওই শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত আরিফার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পুরপুনিয়া গ্রামে। বাবার নাম হাবিবুর রহমান। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।