ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মধুখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
মধুখালীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে পিকআপের ধাক্কায় মো. বাদশা (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) সকালে মধুখালী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কের বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা ফরিদপুরের মধুখালী উপজেলার খোদাবাসপুর গ্রামের নিজাম শেখের ছেলে। তিনি রাঙ্গামাটির নাইক্ষ্যংছড়ি বিজিবিতে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে আসছিলেন তিনি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ চালককে আটকে অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।