ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

আন্ডারপাস নির্মাণে ১২০ দিন বন্ধ থাকবে হজক্যাম্প-বিমানবন্দর সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
আন্ডারপাস নির্মাণে ১২০ দিন বন্ধ থাকবে হজক্যাম্প-বিমানবন্দর সড়ক

ঢাকা: পথচারী আন্ডারপাস নির্মাণের জন্য বিমানবন্দর থেকে দক্ষিণখান মুখী সড়কের হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত অংশ চার মাস (১২০ দিন) বন্ধ থাকবে।  

মঙ্গলবার (২ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী ১২০ দিন পর্যন্ত বন্ধ থাকবে।

আরও বলা হয়, সব ধরনের যানবাহন ও পথচারীদের ওই সময়ে বিকল্প সড়ক হিসেবে কাওলা সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।  

সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এনবি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।