ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

খিলক্ষেতে মালবাহী কনটেইনার ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
খিলক্ষেতে মালবাহী কনটেইনার ট্রেনের ধাক্কায় নিহত ১ ফাইল ছবি

ঢাকা: রাজধানী খিলক্ষেত এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান (৭৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ জুলাই) সকালে খিলক্ষেত রেলক্রসিং এলাকায় একটি মালবাহী ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের সঙ্গে হাবিবুর রহমান খিলক্ষেত এলাকায় থাকতেন। তিনি সরকারি চাকরি করতেন। বহু বছর আগে অবসরে গেছেন।

নিহত হাবিবুরের পরিবারের তরফ থেকে আরও জানা গেছে, তিনি একটি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। তখন খিলক্ষেত রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মালবাহী কনটেইনার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হাবিবুরের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।