ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
ভোলায় পানিতে ডুবে ২ বোনের মৃত্যু প্রতীকী ছবি

ভোলা: ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ জুলাই) দুপুরের দিকে জেলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাঘমারা গ্রামে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া দুই বোন হলো- বাঘমারা গ্রামের শফিক মাতব্বরের মেয়ে হালিমা (৭) ও হাবিবা (৫)। সম্পর্কে তারা আপন দুই বোন।

 ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, সাঁতার না জানার কারণে শিশু দুটির মৃত্যু হতে পারে। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।  

জানা গেছে, দুপুর ১টার দিকে বাড়ির সবার অজান্তে পুকুরে গোসল করতে যায় দুই বোন হালিমা ও হাবিবা। বেশ কিছুক্ষণ বাড়িতে তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে পুকুরে হাবিবার পায়ের জুতা ভাসতে দেখে পানিতে নেমে খোঁজ শুরু করা হয়। এ সময় ওই দুই বোনকে নিথরাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, আদরের দুই শিশু সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। মর্মান্তিক এই মৃত্যুতে বাঘমারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।