ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
সিদ্ধিরগঞ্জে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় একটি সবজি দোকানি ও তিনটি মুরগি দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় খাজা কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য বিল্লাল হোসেন রবিন, ক্যাব সদস্য আবু সাঈদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম।  

এ বিষয়ে মো. সেলিমুজ্জামান বলেন, অভিযান পরিচালনা করে চারটি দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা ছাড়াও এ সময় বাজার মনিটরিং করা হয় এবং ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।