ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
গাংনীতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী উদ্ধার

মেহেরপুর: গাংনী উপজেলার পিরতলা গ্রামের নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী আকাইদ ইসলাম আকাশ (১৮) ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে ফরিদপুর থেকে আকাইদ ইসলাম নিজে তার পরিবারের লোকজনের কাছে মোবাইলে কল দিয়ে তার লোকেশন জানায়।

পরে আকাইদ ইসলামের বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে নেওয়ার জন্য রওনা দেন।

এর আগে সোমবার বিকেলে বই কেনার উদ্দেশে তার ছেলে বাড়ি থেকে বের হন। এরপর আকাশ আর বাড়ি ফিরে আসেনি।

আকাইদ ইসলাম (আকাশ) গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নিচ্ছিলেন। আজকে মঙ্গলবার তার আইসিটি পরীক্ষা ছিল।

আকাইদ ইসলামের বাবা আমিনুল ইসলাম মোবাইল ফোনে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলেকে অজ্ঞান অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তার জ্ঞান ফিরে এলে তিনি নিজেই আমাদের কল দিয়ে জানান। আমরা তাকে নিয়ে আসার জন্য ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে নিখোঁজের ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে।  

তিনি আরও বলেন, আকাইদ ইসলামকে ফরিদপুরে পাওয়া গেছে বলে পারিবারিকভাবে আমাদের জানানো হয়েছে। তাকে নিয়ে এসে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।