ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে ধানি জমি কেটে পুকুর বানানোর সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সিদ্বেশরী গ্রামের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে দোলোয়ার (২৫) ও আসাদ আলীর ছেলে মনসুর আলী (২৭)।
পুলিশ জানায়, গত এক সপ্তাহ ধরে সিদ্বেশরী গ্রামের হাসান মিয়ার ভিটা বাড়ি ভরাটের জন্য ধানি জমি কেটে পুকুর বানানো হচ্ছিল। বুধবার রাতে ড্রেজার দিয়ে খনন করার সময় একপাশ থেকে মাটির চাপ ধসে পড়ে। এসময় তিন শ্রমিক ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন। একপর্যায়ে আতিকুল ইসলাম নামে এক শ্রমিক মাটির নিচ থেকে বের হয়ে এলেও বাকি দুজন মাটির নিচে চাপা পড়ে থাকেন। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি সরালে ওই দুই শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসআই