ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

বরিশাল: জেলার বাকেরগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে শাহীন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে চাকু দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে বাকেরগঞ্জ পৌরসভার বয়েজ স্কুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শাহীন বাকেরগঞ্জের শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, স্কুলশিক্ষককে তার স্ত্রী কুপিয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ও নিহত ব্যক্তির পরিবারের সবাই শাহবাগ থানায় আছেন। সেখানে অফিসার পাঠানো হয়েছে। তারা যাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

স্থানীয়রা জানিয়েছেন, এক সন্তানের স্ত্রী মারিয়া আক্তারকে নিয়ে পৌরসভার বয়েজ স্কুল সংলগ্ন একটি ভবনে ভাড়া থাকতেন শাহীন। সোমবার নবম শ্রেণীতে পড়ুয়া সন্তানকে দাদা বাড়িতে পাঠিয়ে দেন তারা। রাত ৩টার দিকে স্ত্রী মারিয়া স্বামী শাহীনের বুকে ছুরি ঢুকিয়ে দেন। পরে তিনি নিজেই তার স্বামীকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে শাহীনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।