ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকা: রাজধানীর মিরপুরে সাইফুল ইসলাম সায়মন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে মিরপুর সাড়ে ১১ এর লালমাটি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে সায়মনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সায়মন পরিবারের সঙ্গে মিরপুর ১২ নম্বরের সি ব্লক এলাকায় থাকতেন।

নিহত সায়মনের স্ত্রী সায়মা ও পরিবারের সদস্যরা হাসপাতালে সাংবাদিকদের জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে কে বা কারা সায়মন কুপিয়ে রক্তাক্ত করে সড়কে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ও একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

সায়মন পেশায় তেমন কিছু না করলেও কিছু দিনে মধ্যে তার সৌদি আরব যাওয়ার কথা ছিল। এর আগে তিনি দুবাইতে ছিলেন।

নিহত সায়মনের পরিবারের দাবি, দুই বাইকে করে এসে কয়েকজন যুবক সায়মনকে কুপিয়ে হত্যা করে  পালিয়ে যান।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প (ইনচার্জ) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নিহত ওই যুবক চাঁদপুর সদর এলাকার বজলুর রশিদের সন্তান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।