ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে চালু হয়েছে গণপরিবহন, জনজীবনে স্বস্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
ঝিনাইদহে চালু হয়েছে গণপরিবহন, জনজীবনে স্বস্তি

ঝিনাইদহ: সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ার কারণে ঝিনাইদহে চালু হয়েছে গণপরিবহন। স্থানীয় ও দূরপাল্লার যান চলাচলও করতে দেখা গেছে।

ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে জনজীবনে স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল থেকে স্থানীয় রুটে যান চলাচল স্বাভাবিক হলেও দূরপাল্লার রুটে বাস চলছে সীমিত সংখ্যক।

যাত্রী কম থাকায় বাসের সংখ্যা কম। এছাড়া ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ার কারণে অনলাইনে টিকিট কেনা যাচ্ছে না। ফলে অনেক বাসের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে বাস কম সংখ্যক চললেও পণ্যবাহী যানবাহন স্বাভাবিক চলাচল করছে।

এদিকে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কারফিউ শিথিল হওয়ায় কর্মব্যস্ত সময় পার করছেন কর্মজীবীরা।

ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) এসএম শফিকুল ইসলাম জানান, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ায় জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।