ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার মামলায় মাগুরায় ১১ জন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
নাশকতার মামলায় মাগুরায় ১১ জন গ্রেপ্তার

মাগুরা: মাগুরায় কোটা আন্দোলনে সহিংসতা ও নাশকতার মামলায় ১১ জনসহ অন্তত ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ জুলাই) ও  শুক্রবার জেলা বিভিন্ন স্থান থেকে বিএনপির আর ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ অন্তত ৪০ জন।

মাগুরা জেলা বিএনপির আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়া উল্লেখ করে কয়েকটি ধারায় মামলা করে। এরপর বিএনপির প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ বলেন, যেহেতু ইন্টারনেট সেবা ঠিক ছিল না, তাই অনেকের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হচ্ছে না।  

তিনি আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি আমাদের দলের নৈতিক সমর্থন ছিল। সেখানে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার জন্য আমাদের জড়ানো হয়েছে। এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। কোটা সংস্কার আন্দোলনে নাশকতায় বিএনপির কোনো হাত নেই।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদি রাসেল বলেন, চলতি সপ্তাহ ধরে বিভিন্ন মামলায় আসামিদের গ্রেপ্তার  করা হয়েছে। গ্রেপ্তার সবাই কোনো না কোনো মামলার আসামি। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।