ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাজেকে ৩৮০ পর্যটক আটকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
সাজেকে ৩৮০ পর্যটক আটকা

খাগড়াছড়ি: পাহাড়ি ঢলে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় ৩৮০ জন পর্যটক আটকা পড়েছেন।

এদিকে শনিবার (০৩ আগস্ট) খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে কোনো পর্যটকবাহী গাড়ি যায়নি।

পাহাড়ি ঢলে মাইনি নদীতে পানি বাড়ায় সৃষ্ট পাহাড়ি ঢলের কারণে সাজেক সড়কের খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার কবাখালী অংশ ডুবে গেছে। এতে রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, বর্তমানে সাজেকে ৩৮০ জন পর্যটক আছেন। সড়ক থেকে পানি নেমে গেলে পর্যটকরা ফিরতে পারবেন।

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানিয়েছেন, কেবল খাগড়াছড়ির কবাখালীতেই নয়; সাজেক সড়কের মাচালং ও বাঘাইহাট অংশের সড়কেও পানি উঠেছে। এ জন্য সাজেক পর্যটন কেন্দ্রে আটকা রয়েছেন ৩৮০ জন পর্যটক। ফের প্রবল বৃষ্টি না হলে বিকেলের মধ্যেই তারা ফিরতে পারবেন।

তিনি জানান, এসব পর্যটকদের বেশিরভাগই শুক্রবার (০২ আগস্ট) সাজেকে এসেছিলেন।

এছাড়া দীঘিনালা-লংগদু সড়কের হেড কোয়ার্টার এলাকায় সড়ক নিমজ্জিত হওয়ায় রাঙামাটির লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।