ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ঝিনাইদহ শহর রণক্ষেত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে  ঝিনাইদহ  শহর রণক্ষেত্র

ঝিনাইদহ: ঝিনাইদহে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ প্রায় দুই শতাধিক রাউন্ড গুলি, সাউন্ড গেনেড ও টিয়ারশেল ছুড়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনগণ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে রোববার (৪ আগস্ট) সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলাকালে ঝিনাইদহ সদর থানার সামনে এ ঘটনা ঘটে।
  
স্থানীয়রা জানান, ফলে পুরো শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। বন্ধ হয়ে গেছে দোকানপাট, আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় ঝিনাইদহ থেকে ঢাকা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।