ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত

ব্রাহ্মণবাড়িয়া: সারা দেশের মতো এক দফা দাবিতে অসহযোগ সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় চলমান ছাত্র-জনতা আন্দোলন ঘিরে ছাত্রলীগের হামলায় জয় আহমেদ নামে স্থানীয় এক সংবাদকর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করতে গেলে হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন সাংবাদিক।

রোববার (৪ আগস্ট) দুপুরে শহরতলির বিরাসার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।  

আহত সাংবাদিকরা জানান, সকাল থেকে শহরতলির বিরাসার মোড়ে শিক্ষার্থীরা মিছিল বের করলে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখা যায়। ভিডিও ধারণ করার সময় ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থানীয় সাংবাদিক জয়কে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় জয়কে উদ্ধার করতে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আরও কয়েকজন সাংবাদিক আহত হন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।