ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

শ্যামলীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, নিয়ে গেল জামা-জুতোও

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জুলাই ১২, ২০২৫
শ্যামলীতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, নিয়ে গেল জামা-জুতোও ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: রাজধানীর শ্যামলীতে এক তরুণকে চাপাতি ঠেকিয়ে তার মানিব্যাগ, মোবাইল ফোন ও সঙ্গে থাকা কাঁধব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা। এমনকি তার পরনের জামা-জুতাও ছাড়েনি তারা।

এই ঘটনায় ডিএমপির শেরে বাংলা নগর থানায় অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই ভুক্তভোগী।

গত শুক্রবার (১১ জুলাই) ভোরে শ্যামলীর ২ নং রোডে এই ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা আলোচনা তৈরি করেছে।

ছিনতাইয়ের শিকার ব্যক্তির নাম শিমিয়ন (২৭)। তিনি অ্যাকমি ল্যাবলেটরিতে ক্যামিস্ট হিসাবে চাকরি করেন। থাকেন ওই সড়কেরই একটি ভাড়া বাসায়। ঘটনার সময় তিনি তার কর্মস্থলে যাচ্ছিলেন।

শেরে বাংলা নগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জানান, ওই ঘটনায় ভুক্তভোগী  শনিবার থানায় মামলা করেছেন। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ করছি।

ঘটনাস্থলের একটি ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে ছিনতাইয়ের মুহূর্তটি। ভিডিও ফুটেজে দেখা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় হাঁটছিলেন শিমিয়ন। হঠাৎ তার পেছন থেকে একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী এসে শিমিয়নকে ঘিরে ফেলে।  

ছিনতাইকারীদের দুইজন মোটরসাইকেল থেকে নামে এবং অন্যজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে দাঁড়ায়। মোটরসাইকেল থেকে নামা দুইজনের একজনের পরনে জামা ও জুতা ছিল না। তাদের দুইজনের হাতে চাপাতি দেখা গেছে। এরপর তারা ভয় দেখিয়ে ওই তরুণের মোবাইল, মানিব্যাগ ও কাঁধব্যাগ ছিনিয়ে নেয়। এমনকি এক পর্যায়ে তার পরনে থাকা টি-শার্ট ও জুতাও খুলে নিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর তারা আবার যেদিক থেকে এসেছিল, সেদিকেই মোটরসাইকেলযোগে চলে যায়।

এসসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।