ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রজনতাকে শান্ত থাকার আহ্বান বিএনপি নেতা বাচ্চুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রজনতাকে শান্ত থাকার আহ্বান বিএনপি নেতা বাচ্চুর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছাত্র-জনতা ও দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানালেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।  

রোববার (৫ আগস্ট) সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে তিনি মাইকে ঘোষণা দিয়ে এ আহ্বান জানান।

 

তিনি বলেন, দীর্ঘ আন্দোলনের পর স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সংবাদ সম্মেলন করে সবাইকে ঘরে ফিরে যেতে বলেছেন। আমরা কোনো সহিংসতা চাই না। আপনারা সবাই বিজয় উল্লাস করুন। কিন্তু কোনো প্রকার ভাঙচুর করবেন না।  

কিছু লোকজন শহরে ঢুকে ভাঙচুর করছে, তারা সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা করছে। আমি জেলা বিএনপির পক্ষ থেকে বলছি, আপনার কেউ এসব করবেন না।  

এর আগে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর পরই বিজয় মিছিল নিয়ে শহরে ঢোকেন ছাত্র-জনতা। শহরের বিভিন্ন স্থানে তারা আনন্দ উল্লাস করেন এবং বিজয়ের স্লোগান দেন।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।