ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোরেলগঞ্জে নিজ ঘরে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
মোরেলগঞ্জে নিজ ঘরে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পরীক্ষিত মিস্ত্রি উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রির ছেলে।  

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ওই সালিশ বৈঠক এড়াতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্ত্রী সবিতা রানীর।

সবিতা রানী বলেন, মূলত মানসিক চাপে পরীক্ষিত মিস্ত্রি আত্মহত্যা করেছেন। জমি-জমা নিয়ে ঝামেলা ছিল।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, পুলিশের স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।