ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের কর্মবিরতি চলছে রাজশাহীতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের কর্মবিরতি চলছে রাজশাহীতে

রাজশাহী: রাজশাহীতে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্টের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন।

রোবাবর (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর মিছিলটি নিয়ে তারা রাজশাহী রেলভবনে যান। এ সময় আরএনবি সদস্যরা তাদের ১১ দফা দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্লোগান দেন।

তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রতিদিন আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন করানো হলে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভার টাইম বা অধিকাল ভাতা দিতে হবে, তিন বছর পরপর শূন্য পদে নিয়মিত পদোন্নতি দিতে হবে, আরএনবির মাঠ পর্যায়ের 'চেইন অব কমান্ড' কোনো সিভিল কর্মকর্তার হাতে রাখা যাবে না এবং সর্বপরি তাদের বেতন-বৈষম্য দ্রুত সময়ের মধ্যে দূর করতে হবে

এসব দাবিতে তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমান্ড্যান্টের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন। তাদের এই স্মারকলিপি উপদেষ্টার কার্যালয়ে পাঠাবেন বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।