ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে ৬ ঘণ্টা পর মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
শিবচরে ৬ ঘণ্টা পর মিলল নিখোঁজ কলেজছাত্রের মরদেহ

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর রাকিব খান (২৪) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

 

রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়ন চরশ্যামাইল গ্রামের জসিম খানের ছেলে। তিনি শিবচর উপজেলরা সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জানা যায়, দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি রাকিব। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার জয় বাংলা ব্রিজ সংলগ্ন ময়নাকাটা নদীতে রাকিবকে ভাসতে দেখেন স্থানীয়রা।  

পরে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে তারা রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, প্রাথমিকভাবে চিকিৎসক মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই না জানালেও রাকিবের হাতে সাপের ছোবলের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৮২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।