ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩১, ২১ আগস্ট ২০২৪, ১৫ সফর ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা: দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা।  

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা বলেন, গণমাধ্যমের ওপর হামলার ঘটনা দুঃখজনক। গণমাধ্যমকর্মীরা জনগণের পক্ষে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছেন। ছাত্র-জনতার আন্দোলনেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, নাজমুল হক স্বপন, শাহ আলম সনি, রফিকুল ইসলাম, এমএ মামুন, জান্নাতুল আওয়লিয়া নিশি ও মেহেরাব্বিন সানভী।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।