ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বন্যার্তদের উদ্ধারে গিয়ে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের সাগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
ফেনীতে বন্যার্তদের উদ্ধারে গিয়ে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের সাগর

লক্ষ্মীপুর: ফেনীতে বন্যা দুর্গতদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগরের মরদেহ এখনও পর্যন্ত বাড়িতে আনা হয়নি। এর আগে বৃহস্পতিবার পানিতে ডুবে তার মৃত্যু হয়।

সাগর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি। থাকতেন চট্টগ্রামে।

স্থানীয় সূত্র জানায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু বা সহকর্মীরা উদ্যোগ নেয়। এতে বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানে পানিতে ডুবে সাগর মারা যান তিনি।

করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছেন। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম বলেন, মোবাইলফোনে একজনে বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।