ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে চেক ডিজঅনার মামলায় একজনের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
ঝালকাঠিতে চেক ডিজঅনার মামলায় একজনের কারাদণ্ড  প্রতীকী ছবি

ঝালকাঠি: চেক ডিজঅনার মামলায় একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২৮ আগস্ট) দুপুরে ঝালকাঠির যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম এ আদেশ দেন।

 

আদেশ ঘোষণার সময় মামলার আসামি জামাল সিকদার আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর গ্রামের গণি সিকদারের ছেলে।  

মামলার আইনজীবী অ্যাডভোকেট তৈয়বুর রহমান তীরন্দাজ জানান, নলছিটি উপজেলার নাচনমহল এলাকার সাইফুল ইসলাম তালুকদারের কাছ থেকে টাকা ধার নেন জামাল সিকদার। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দেওয়ায় পরিশোধ করতে চাপ সৃষ্টি করে সাইফুল। এক পর্যায়ে টাকা পরিশোধের জন্য ব্যাংকের চেক দেন জামাল। কিন্তু ওই চেকের অনুকূলে ঋণের সমুদয় টাকা না থাকলে চেকটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার করে। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর সাইফুল বাদী হয়ে হস্তান্তরযোগ্য দলিল আইনে (এনআই অ্যাক্টে) আদালতে মামলা দায়ের করেন। মামলার পর্যালোচনা ও স্বাক্ষীদের সাক্ষ্য নেওয়া শেষে বুধবার আদালত এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।