ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পোশাক খাতে অস্থিরতা, উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
পোশাক খাতে অস্থিরতা, উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা: পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

সোমবার (০৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ সদরদপ্তর থেকে এক বার্তায় গণমাধ্যমেকে এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, পোশাক খাতে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানাগুলো বন্ধ ছিল। আন্দোলন চলাকালে ইন্টারনেট সংযোগ না থাকার কারণেও এ খাতে প্রতিদিন বিপুল অঙ্কের অর্থের ক্ষতি হয়।

সেই ক্ষতি কাটিয়ে উঠে পোশাক খাত যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখনই আবার অস্থিরতা দেখা দিল।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।