ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে স্বর্ণা-জয়ন্ত হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
সীমান্তে স্বর্ণা-জয়ন্ত হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর: সম্প্রতি ভারতীয় সীমান্তে স্বর্ণা দাস এবং জয়ন্ত সিংহ নামে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

এতে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও সংহতি জানিয়ে জেলা বিএনপির নেতাকর্মী, বিএনপিপন্থি শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভারত এদেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটিয়ে নিজেদের দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। নানাভাবে তারা বাংলাদেশের বাজারকে ব্যবহার করে জনগণের ভোগান্তি বাড়িয়েছে। বক্তারা ফেলানী থেকে শুরু করে স্বর্ণা-জয়ন্ত সব হত্যার বিচারের দাবি করেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিটের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, শিক্ষক প্রতিনিধি হিসেবে অধ্যাপক অলোক ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা বিষ্ণুপদ সাহা, অসীম কুমার মণ্ডল, অ্যাডভোকেট দীপ্ত কুমার ঘোষ, মানিক সাহা প্রমুখ।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণা রানী দাশ (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিএসএফ গুলি করে হত্যা করে। সেদিন রাতে মা সঞ্জিতা রানী দাশের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এর সপ্তাহখানেক পর গত ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি এলাকায় বিএসএফ টহল দল বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংহকে (১৫) গুলি করে হত্যা করে। এ ঘটনায় তীব্র নিন্দা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।