চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে আঞ্চলিক সড়কের পাশে সড়ক বিভাগের জায়গা দখল করে পাকা মার্কেট নির্মাণ করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো তথ্য নেই সড়ক বিভাগ চাঁদপুরের দায়িত্বরত কর্মকর্তাদের কাছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকার আল-মদিনা হাসপাতালের সামনে ও সড়কের পাশে মার্কেট নির্মাণ কাজ চলমান থাকতে দেখা গেছে। এ সময় বেশ কয়েকজন শ্রমিককে নির্মাণ কাজ করতে দেখা যায়।
স্থানীয়রা জানান, সড়ক বিভাগের জায়গা দখল করে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান করেছে। তবে এসব অস্থায়ীভাবে। কারণ সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হলে তারা তাদের এসব ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেবে। কিন্তু রিপন মিয়া নামে এক ব্যক্তি পেছনে জায়গা কিনে সড়কের পাশের জায়গা অবৈধভাবে দখল করেছেন। তার সঙ্গে প্রভাবশালী লোকদের সম্পর্ক আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রিপন মিয়া নামের ওই ব্যক্তির বাড়ি উপজেলার রূপসা এলাকায়। তিনি উপজেলা সদরের মামুন পাঠান নামে এক ব্যক্তির কাছ থেকে সড়কের দক্ষিণে ১০ শতাংশ জায়গা কিনেছেন। সেখানে কোনো স্থাপনা নির্মাণ না করলেও সামনের অংশে সড়কের জায়গা দখল করে বাণিজ্যিকভাবে পাকা মার্কেট নির্মাণ কাজ করছেন।
এ বিষয়ে রিপন মিয়া বলেন, তিনি শুধুমাত্র একাই নয়, পাশের অনেকেই সড়ক বিভাগের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন। তারা পাকা না করলেও তিনি পাকা করেছেন। তবে পাকা করা ঠিক হয়নি। তিনি ভুল স্বীকার করেছেন। কয়েক বছর রেখে তিনি এ মার্কেট ভেঙে দেবেন বলেও জানান।
আপনি কি এ মার্কেট নির্মাণের জন্য সড়ক বিভাগ চাঁদপুর থেকে কোনো অনুমোদন নিয়েছেন প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, না আমি কারো কাছ থেকে অনুমোদন নেইনি। পাকা করা আমার ঠিক হয়নি। আমি ভুল করেছি।
চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের ওই অংশের দায়িত্বরত সড়ক বিভাগ চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ফরিদগঞ্জ উপজেলা সদরে সড়কের জায়গায় মার্কেট নির্মাণ হচ্ছে বিষয়টি আমি অবগত ছিলাম না। সেখানে আমাদের সার্ভেয়ার পাঠিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আরআইএস