ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৫৪ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৫৪ বাংলাদেশি

ঢাকা: লিবিয়া থেকে আরও ১৫৪ অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর)  বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা দেশে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও  আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ( আইওএম) যৌথ উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়।

যারা দেশে ফিরেছেন, তাদের প্রত্যেককে ৬ হাজার টাকা, খাদ্য সামগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে আইওএমের পক্ষ থেকে।

প্রত্যাবাসনকৃত এ বাংলাদেশিদের বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে (বন্দিশালা) আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।