ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
মাদারীপুরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু, আহত ৬

মাদারীপুর: মাদারীপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী রাফসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।   এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও ছয়জন যাত্রী।

 এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাদারীপুরের মঠেরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফসান জেলা সদর উপজেলার বাবনাতলা এলাকার ডালিম মিয়ার ছেলে। তবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুপুরে শরিয়তপুর থেকে কাঠবোঝাই করে একটি ট্রাক খুলনা যাচ্ছিল। মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় এলে সামনে থাকা একটি ইজিবাইকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। এ সময় আহত হন ইজিবাইকে থাকা আরও ছয়জন যাত্রী। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।