ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুম হওয়া স্বামীকে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলেন স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
গুম হওয়া স্বামীকে ফিরে পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট হতে ২০১৭ সালের ১ জুলাই গুম হওয়া আরিফকে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্ত্রী মোসা. মাজেরা বেগম। এসময় তার একমাত্র শিশু সন্তান ও তার পরিবার এবং বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গুম হওয়া আরিফুল ইসলামের স্ত্রী জেলা প্রশাসকের কাছে স্বামী কে জীবিত অবস্থায় ফিরে পেতে এ স্মারকলিপি প্রদান করেন।  

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি হারুনুর রশিদ, জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম তারিফ, দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, আরিফুলের ছোট ভাই সোহেল রানা, চাচা জালাল উদ্দীন, বড় ভাই বিপ্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের পহেলা জুলাই দুপুর আড়াই টার সময় কোচিং চলাকালীন আরিফুলকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে জিডি করার জন্য বার বার থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। এমনকি আমাদেরও গুম করার জন্য হুমকি প্রদান করে।  

জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের কাছে স্বামী আরিফুলকে জীবিত ফিরে পেতে অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে আরিফের স্ত্রী মোসা. মাজেরা বেগম জানান, তার স্বামী শুধুমাত্র আওয়ামী লীগ না করার কারণে গুম হয়েছে। তার সন্তান দীর্ঘ সাত বছর ধরে তার বাবাকে দেখতি পায়নি। স্ত্রী পায়নি স্বামীকে। বাবা–মা পায়নি ছেলেকে। এর চেয়ে যন্ত্রণা আর কি আছে? তিনি কান্না জড়িত কণ্ঠে তার স্বামীকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।