ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুরে ডাকাতির প্রস্ততিকালে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে কলতাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- জামপুর ইউনিয়নের কলতাপাড়া গ্রামের নুরু ডাকাতের ছেলে শাহ পরান ও শাহ আলী।

গ্রেপ্তারের পর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির দায়ে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ১০-১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেনাবাহিনী ও পুলিশের একটি টহলদল ওই সড়কে টহল দিচ্ছিল। যৌথ বাহিনীর উপস্থিতি দেখে ডাকাত দল দৌড়ে পালিয়ে যাওয়ার সময় সেনা সদস্যরা দুই ডাকাত সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, হকিস্টিক ও  ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। মঙ্গলবার সোনারগাঁ থানাার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বাদী হয়ে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে যাওয়ার পর জামপুর ইউনিয়নের ভূমিদস্যু গোলজার বাহিনীর সশস্ত্র ক্যাডার নুরু ডাকাতের ছেলে শাহ পরান, শাহ আলী গত ৬ আগস্ট কলতাপাড়া কাইল্ল্যারটেক এলাকার হাবিবুল্লাহ নামে এক কৃষকের দুটি গরু বাড়ি থেকে জোরপূর্বক নিয়ে জবাই মাংস বিক্রি করে দেন। তাদের বিরুদ্ধে এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।