ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক্সপ্রেসওয়ের সূর্যনগরে দুই বাসের সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এক্সপ্রেসওয়ের সূর্যনগরে দুই বাসের সংঘর্ষ, নিহত ১

মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর যাত্রী ছাউনির কাছে ভাঙ্গাগামী লেনে দুই বাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

 

বুধবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে এ ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বলেন, সকালে এক্সপ্রেসওয়ের শিবচরের সূর্যনগর যাত্রী ছাউনির পাশে ভাঙ্গাগামী লেনে দুটি কাভার্ডভ্যান জরুরি প্রয়োজনে থামিয়ে রেখে গাড়ি দুটির চালক রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এসময় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের পেছনে হামীম পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এরপর নড়াইল এক্সপ্রেসের বাসটি একটি কাভার্ডভ্যানের চালক মো. ইমদাদকে (৪০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  ইমদাদ  বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা এলাকার বাসিন্দা।  

এসময় হামীম পরিবহনের বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে যাত্রীরা আহত হন।  

দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা 
দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।