ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার, ১৭ তাজা ককটেল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
শিবগঞ্জে আ. লীগের দুই নেতা গ্রেপ্তার, ১৭ তাজা ককটেল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহলদলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযান  চালিয়ে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।  

যৌথবাহিনীর দাবি বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে এসব তাজা ককটেল লুকিয়ে রাখা হয়েছিল।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা সদরের দক্ষিণ শহরের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ওদুদের পার্কের পাশের একটি আমবাগান থেকে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অন্যদিকে জেলার শিবগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওয়ার্ড পর্যায়ের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ওদুদ বিনোদন পার্কের পেছনে আমবাগানের মধ্যে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহল দল, সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। দুপুর ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মো. ইউসুফ রানার আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের সন্ধান মেলে। পরে বিস্ফোরক বিশেষজ্ঞের উপস্থিতিতে ব্যাগটি খোলার পর একটি প্লাস্টিকের বালতিতে রাখা ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান, এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্ত এলাকার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত এবং বিশেষ টহল পরিচালনা করছে। অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে চলেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ অধিনায়কের দাবি অভিযানের মাধ্যমে বিজিবি ও যৌথ বাহিনী চাঁপাইনবাবগঞ্জে নাশকতার পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছে, যা স্থানীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করেছে।

অন্যদিকে শিবগঞ্জ থানা পুলিশ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।   

গ্রেপ্তারকৃতরা হলেন- কানসাট ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শফিকুল ইসলাম মাহজন ও একই ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. তোফিকুল ইসলাম।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া দু’জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।