ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ওয়ান শ্যুটারগানসহ যুবক গ্রেপ্তার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
নড়াইলে ওয়ান শ্যুটারগানসহ যুবক গ্রেপ্তার
 

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় ওয়ান শ্যুটারগানসহ হোসেন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।
 
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তাকে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।


 
এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত হোসেন সরদার কালিয়া উপজেলার চন্ডিনগর গ্রামের মো. দুলু সরদারের ছেলে।
 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে রাতে কয়েকজন অস্ত্রসহ বিলদুড়িয়া (উওর গ্রাম) এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালিয়ে হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়।
 
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে দেশীয়  ওয়ান শ্যুটারগানটি জব্দ করা হয়।
 
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।