ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে সেতুর লোহার বারে আঘাত লেগে তরুণের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
সিলেটে সেতুর লোহার বারে আঘাত লেগে তরুণের মৃত্যু 

সিলেট: সিলেটে নগরে সুরমা নদীর ওপর অবস্থিত কাজিরবাজার সেতুতে ভারী যান চলাচল রোধে স্থাপিত লোহার বারে আঘাত লেগে রায়হান আহমদ (১৮) নামে তরুণের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে কাজিরবাজার সেতুর উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান আহমদ সিলেটের এয়ারপোর্ট থানার রঙ্গীটিল্লা গ্রামের গনি মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্র জানায়, রায়হান আহমদ ট্রাকে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। মঙ্গলবার দুপুরে এয়ারপোর্ট থানার হিংগারপুর এলাকা থেকে পাথর নিয়ে আসা ট্রাকে হেলপার হিসেবে কাজ করে। ট্রাকটি কাজিরবাজার ব্রিজ হয়ে দক্ষিণ সুরমার চাঁদনীঘাটে যাচ্ছিল। দুপুর ২টার দিকে ট্রাকটি উঠতে গেলে কাজিরবাজার ব্রিজ অতিক্রম করতে গেলে ওপরে থাকা লোহার বারে আঘাত লেগে রায়হানের মুখমণ্ডল মারাত্মক জখম হয়। এসময় তার মুখ থেঁতলে যায়। তাৎক্ষণিক ট্রাকচালক ও অন্য হেলপাররা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ খন্দকার জাফর ইমাম বলেন, নগরের কাজিরবাজারে ব্রিজে দুর্ঘটনায় আহত ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আবেদন করেছেন।  

বাংলাদেশ সসম: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।