ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাঘাটায় গাছের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল স্কুল শিক্ষকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
সাঘাটায় গাছের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল স্কুল শিক্ষকের  প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় গাছের সঙ্গে বাইকের ধাক্কা লেগে আবু সাঈদ (৫০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫)।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-সাঘাটা সড়কে উপজেলার ভরতখালি ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবু সাঈদ ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজেফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে ওই দম্পতি বাড়ি থেকে বাইকে করে গাইবান্ধা যাচ্ছিলেন। পথে ভাঙ্গামোড় এলাকায় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক আবু সাঈদসহ স্ত্রী মোর্শেদা গুরুতর আহত হন।  

তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।