ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সকালে পাওয়া গেল লাশ, উধাও অটোরিকশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
সকালে পাওয়া গেল লাশ, উধাও অটোরিকশা

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় ছুরিকাঘাতে আনোয়ার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরের দিকে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া কচিকাঁচা স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, ছিনতাইকারীরা তাকে হত্যার পর রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

নিহতের আপন চাচাতো ভাই ফিরোজ মিয়া জানান, আনোয়ার শ্যামবাজার এলাকায় একাই থাকতেন। তিন সন্তান নিয়ে তার স্ত্রী কুলসুম সিরাজগঞ্জের চোহালি উপজেলার একটি গ্রামে বসবাস করেন।

তিনি বলেন, শ্যামবাজার এলাকার একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে সোমবার সারারাত চালানোর জন্য বের হন আনোয়ার। সকালে জানতে পারি, তাকে হত্যা করা হয়েছে। ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খান বলেন, গেন্ডারিয়া কচিকাঁচা স্কুলের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতা নাকি ছিনতাইকারীরা এ ঘটনায় জড়িত, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।