ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
ফরিদপুরে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ফরিদপুর: চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন রোডের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সাগর খন্দকার নামে এক যুবক সকালে শহরের রেড ক্রিসেন্ট মার্কেটের নিচের একটি পানের দোকান থেকে চাঁদা নিতে আসেন। এ সময় সেখানকার ব্যবসায়ীরা বিষয়টি জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্টের কর্মকর্তা ফরহাদ হোসেন ঝিনুকে জানান। এ ঘটনায় তিনি সাগর খন্দকারকে শহরের জসীমউদ্দীন রোডে ডেকে এসব না করতে অনুরোধ করেন। এ সময় সাগর একটি চাইনিজ কুড়াল দিয়ে ফরহাদ হোসেন ঝিনুকে কয়েকটি কোপ দেয়। পরে লোকজন তাকে ঘিরে ধরে মারধর করে কোতোয়ালি থানায় সোপর্দ করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, অভিযুক্ত সাগর খন্দকারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।