ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে ২৮৩ বোতল ফেনসিডিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
মুজিবনগরে ২৮৩ বোতল ফেনসিডিল জব্দ

মেহেরপুর: মুজিবনগরে ভারতীয় সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে মুজিবনগর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম সোনাপুর গ্রামের মাঝপাড়া এলাকার কবরস্থানের পাশে একটি লিচু বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এই ফেনসিডিলগুলো পাওয়া যায়।


৬ বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশারের নেতৃত্বে একটি টহল টিম উপজেলা সোনাপুর গ্রামের মাঝপাড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫/৩ এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি লিচু বাগানের মধ্যে অভিযান চালিয়ে ২৮৩ বোতল ফেনসিডিলগুলো উদ্ধার করেন।

৬ বিজিবি মুজিবনগর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, গোপন তথ্য পেয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৫/৩ এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির অভিযান পরিচালনা করে। সে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা লিচু বাগানের মধ্যে ফেনসিডিলগুলো ফেলে পালিয়ে যান। পরে বাগানটি থেকে ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

তিনি আরও জানান, উদ্ধার ফেনসিডিলের উদ্ধারের বিষয়ে মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া ফেনসিডিলগুলো বিজিবি চুয়াডাঙ্গা সেক্টরে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।