ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মায়ের সঙ্গে অভিমান করে ফাঁস দিলেন যুবক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
মায়ের সঙ্গে অভিমান করে ফাঁস দিলেন যুবক

সিলেট: মায়ের সঙ্গে অভিমান করা মো. শাহদাৎ হোসেন নামে এক যুবকের মরদেহ গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

রোববার (২০ অক্টোবর) ভোরে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আলীরগাঁও পূর্ণানগর গ্রামে বাড়ির পাশে গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহাদাত ওই গ্রামের আমির উদ্দিনের ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর নিজ শয়নকক্ষে ঘুমাতে যান শাহাদত। ধারণা করা হচ্ছে রাতে কোনো এক সময় বাড়ির পাশের গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো দেখতে পান স্বজনরা।  

তিনি বলেন, মায়ের সঙ্গে অভিমান করে খাওয়া দাওয়ার শয়ন কক্ষে ঘুমাতে গেলে সকালে তার মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।