ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আবাসিক হোটেলের কক্ষে ঝুলে ছিল ম্যানেজারের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
আবাসিক হোটেলের কক্ষে ঝুলে ছিল ম্যানেজারের মরদেহ  ম্যানেজারকে উদ্ধারে তার কক্ষের সামনে

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আবাসিক হোটেলের কক্ষ থেকে ম্যানেজার আবু সাঈদ বাবুর (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের দোয়েল আবাসিক হোটেলের একটি রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

রোববার (২০ অক্টোবর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, সাঈদ বাবু তেঁতুলিয়া সদর ইউনিয়নের মমিনপাড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি দোয়েল আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আবু সাঈদ তেঁতুলিয়ায় দোয়েল আবাসিক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এদিকে গতকাল রাতে ওই হোটেলের মালিক মনিরুজ্জামান তুষার তার হোটেলে সার্বিক অবস্থা ঠিক আছে কিনা দেখতে যান। পরে হোটেলের ম্যানেজারের রুমের দরজার ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ফ্যানের সঙ্গে তাকে  ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত আশপাশের লোকজনসহ থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে। পরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু সাঈদ বাবুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার সরকার বাংলানিউজকে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।