রাজশাহী: রাজশাহীতে চালককে হত্যার পর মাটিতে পুঁতে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (২১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিমানবন্দর থানার ভুগরইল গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি পাশের একটি উপজেলায় বিক্রি করতে গিয়ে অসংলগ্ন কথাবার্তা বলেন দুষ্কৃতকারীরা। এ সময় সন্দেহ হওয়ায় স্থানীয়দের হাতে ধরা পড়েন তারা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার হয় অটোরিকশা চালকের পুঁতে ফেলা মরদেহ।
নিহত ওই অটোরিকশা চালকের নাম সিরাজুল ইসলাম (৬৫)। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কাঞ্চন গ্রামে।
রাজশাহী বিমানবন্দর থানার ভুগরইল গ্রামের এক কলাই ক্ষেতের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতে চিহ্ন পেয়েছে পুলিশ। সুরতহালের পর দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আটক তিনজন হলেন- রাতুল, ফিরোজ ও শুভ। তারা এ মহানগরীরই বাসিন্দা।
রাজশাহী বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকতার জানান, মরদেহ দেখে মনে হয়েছে- রোববার (২০ অক্টোবর) রাতের কোনো এক সময় ওই তিনজন অটোরিকশাচালক সিরাজুল ইসলামকে হত্যা করেছে। হত্যার পর গুম করতে মরদেহ ওই কলাই ক্ষেতে নিয়ে গর্ত খুঁড়ে সেখানে পুঁতে রাখে। এরপর তারা সিরাজুলের ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে চলে যায়।
সোমবার (২১ অক্টোবর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গিয়ে তারা অটোরিকশাটি বিক্রির চেষ্টা করেন। কিন্তু তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ধরে রেখে থানায় খবর দেন। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়টি উঠে আসে। পরে তারা বিষয়টি বিমানবন্দর থানা পুলিশকে অবহিত করে। এরপর তাদের দেখানো স্থান থেকে মরদেহটি উদ্ধার হয়। তারা গুম করার উদ্দেশে মরদেহটি কলাই ক্ষেতে মাটিচাপা দিয়ে পুঁতে রেখেছিল। সুরতহাল করার সময় মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কী না তা জানতে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় থানায় তাদের নামে মামলা করা হবে বলেও জানান, বিমানবন্দর থানার এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এসএস/জেএইচ