ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না. গঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ৭৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
না. গঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ৭৫ হাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার ও দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে নানা অপরাধে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স।

সোমবার (২১ অক্টোবর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইনের নেতৃত্বে টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রি করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে কালিবাজারের তিন কন্যা ডিমের আড়তকে ১০ হাজার টাকা ও নারায়ণগঞ্জ প্রোটিন হাউজকে ৫ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।

এছাড়া দিগুবাবুর বাজারে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় আলেকজেন্ডার বেকারিকে ৫০ হাজার টাকা ও পণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে আফরিন স্টোরকে ৫ হাজার টাকা এবং তাইজুদ্দিন মোল্লা অ্যান্ড সন্স স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব মো সেলিমুজ্জামান, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।