ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

তুরস্কে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, অক্টোবর ২৪, ২০২৪
তুরস্কে সন্ত্রাসী হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা

ঢাকা: তুরস্কের টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে (টুসাস) সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ আঙ্কারায় তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে (টুসাস) সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে এ সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা  আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। এ দুঃসময়ে বাংলাদেশের সরকার ও জনগণ তুরস্কের ভ্রাতৃপ্রতীম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

বুধবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের অন্যতম প্রধান চালিকাশক্তি রাষ্ট্রীয় মালিকানাধীন টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজে (টুসাস) সন্ত্রাসী হামলায় অন্তত ৫ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।  রাজধানী আঙ্কারার উত্তরে কাহরামানকাজান এলাকায় অবস্থিত টুসাসের সদর দপ্তরে এ হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা,  অক্টোবর ২৪ ,  ২০২৪
টি আর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ