ঢাকা: বিদেশি ২২ বোতল মদসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খিলক্ষেত থানার বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এলাকার রাজউক ট্রেড সেন্টারের সামনে অভিযান চালানো হয়। অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি জানান, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বিদেশি মদ পলাতক এক ব্যক্তির সহযোগিতায় খিলক্ষেত এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। আসামি চারজনসহ পলাতক একজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এমএমআই/আরআইএস