ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা পেলেন ৭ হাজার ৬৬২ টন চাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: জেলেরা পেলেন ৭ হাজার ৬৬২ টন চাল

বরিশাল: চলছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে প্রায় ৮০ শতাংশ ইলিশ ডিম ছাড়ে।

আর তাই ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যেমন কঠোর অবস্থানে থাকে, তেমনি জেলেদের দিক বিবেচনা করে এ সময়ে সরকার খাদ্য সহায়তাও দিয়ে থাকে।

মৎস্য বিভাগের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৬ অক্টোবর পর্যন্ত বরিশাল বিভাগে ভিজিএম খাদ্যশস্য হিসেবে ৯৫ দশমিক ৮৩ শতাংশ চাল বিতরণ করা হয়েছে।

বিভাগীয় মৎস্য দপ্তরের তথ্যানুযায়ী, বিভাগের ছয় জেলার ৪২ উপজেলায় তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯ হাজার ৯৯৫ দশমিক ৭৫০ টন চাল বরাদ্দ করা হয়। আর ২৬ অক্টোবর পর্যন্ত ৭ হাজার ৬৬১ দশমিক ৯৯৫ টন চাল এরইমধ্যে বিতরণ করা হয়েছে। বাকি ৩৩৩ দশমিক ৭৫৫ টন চালও দ্রুত সময়ের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে।

বিভাগের মধ্যে বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলায় শতভাগ চাল বিতরণ করা হয়েছে, আর ভোলা জেলায় বিতরণ করা হয়েছে ৯৬ দশমিক ৯৮ শতাংশ, পটুয়াখালী জেলায় ৮৬ দশমিক ৮৩ শতাংশ, আর ঝালকাঠি জেলায় ৮৫ দশমিক ০৪ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।